মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে। মামলার নবম দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের দুই চিকিৎসকের সাক্ষ্যের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করে রাষ্ট্রপক্ষ। গতকাল মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তাদের সাক্ষ্য নেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল জানান, গতকাল সকালে কড়া পুলিশি পাহারায় মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক ডা. মমতাজ আরা ও ডা. দেবিকা রায় আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। আজ আসামিদের জবানবন্দি নেওয়া হবে।
আশা করছি, সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন।
উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। ১৩ মার্চ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ৮ মার্চ চারজনকে আসামি করে মামলা করেন আছিয়ার মা।
১৫ মার্চ প্রধান আসামি হিটু শেখ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি একাই ধর্ষণ ও হত্যাচেষ্টার দায় স্বীকার করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ১৩ এপ্রিল চার আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ২৩ এপ্রিল আদালত চার্জ গঠন করেন। ২৭ এপ্রিল বাদীসহ তিনজনের সাক্ষ্যের মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা।