অক্সফোর্ডখ্যাত শতবর্ষী রংপুর কারমাইকেল কলেজ প্রশাসনের জারি করা জরুরি নির্দেশনার যৌক্তিকসংস্কারসহ ১৭ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সম্প্রতি কলেজের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, অক্সফোর্ডখ্যাত শতবর্ষী কারমাইকেল কলেজ প্রশাসন সম্প্রতি একটি জরুরি নির্দেশনা জারি করে ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল। কলেজের শিক্ষাব্যবস্থা, আবাসন সংকটসহ অন্যান্য সংকটের সমাধান না করে প্রশাসনের এ নির্দেশনা জেলাজুড়ে ব্যাপক সমালোচিত হয়েছে। অবিলম্বে জারি করা নির্দেশনা সংস্কার করে ১৭ দফা বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ১৭ দফা দাবির মধ্যে রয়েছে- সর্ব সাধারণের জন্য সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ক্যাম্পাস উন্মুক্ত রাখা, ক্যাম্পাসে নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপন, কলেজের জমিতে বোটানিক্যাল গার্ডেনসহ খেলার মাঠ তৈরি, ১৫ দিনের মধ্যে সব শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদান, কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া, ক্যাম্পাসে অশ্লীলতা ও অপরাধ নির্মূলে কলেজ প্রশাসন কর্তৃক পর্যবেক্ষক টিম গঠন ও হেল্পলাইন নম্বর চালু ইত্যাদি।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আধিপত্য নির্মূলে প্রশাসনের ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসের অভ্যন্তরে সুনির্দিষ্ট স্থান, সময় ও নীতিমালার ভিত্তিতে ফুড কর্নার স্থাপন, বাধ্যতামূলক শতকরা ৭৫ ভাগ ক্লাস কঠোরভাবে নিশ্চিত করা ও উপস্থিতি মূল্যায়ন, দ্রুত সময়ের মধ্যে ওসমানী ছাত্রাবাসে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ, আবাসনসংকট নিরসনে একাধিক হল নির্মাণ, ক্যাফেটেরিয়ারে খাবারের মান বৃদ্ধি ও দাম কমানো, শতবর্ষী ভবন দ্রুত সময়ের মধ্যে চালু, ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে সব ভবন রং করা, শ্রেণিকক্ষের আধুনিকায়ন, পরিবহনব্যবস্থার উন্নয়ন, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় প্রতিনিধি ও কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করা এবং ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, আলমাহমুদ আসাদ, আতিকুর রহমান, জাকির খানসহ অন্যরা। এরপর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে ১৭ দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন।