রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ছয় দিন আগে নিখোঁজ চাঁন মিয়া তালুকদারের (৬৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকালে তেজগাঁওয়ের একটি মসজিদের পাশে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এক পথচারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দুপুর দেড়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই পলাশ চন্দ্র জানান, খবর পেয়ে চাঁন মিয়ার ছেলে হোসেন মোহাম্মদ দেলোয়ার হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন। গত ৬ মে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তিনি। পরদিন এ ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢামেকে দেলোয়ার জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তারা তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় নিজেদের বাড়িতে পরিবারসহ বসবাস করেন।