আসন্ন বর্ষা মৌসুমে বরিশালে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল বরিশাল জেলা প্রশাসনের মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির মাসিক সমন্বয় সভায় এ আশঙ্কা প্রকাশ করা হয়। সভার সভাপতি বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।
বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নসহ ঝোপঝাড় কেটে ফেলতে হবে। পানির প্রবাহ সচল রাখার জন্য খাল ও নালা-নর্দমা নিয়মিত খনন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজংয়ের সঞ্চালনায় সভায় সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজরুল ইসলাম শুভ্র জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন কাজ করছে। এ লক্ষ্যে কার্যকর মশানাশক ওষুধ ক্রয়ের প্রক্রিয়া এবং শহরের বিভিন্ন স্থানে নালা-নর্দমা খনন, বর্জ্য পরিষ্কার ও পানির প্রবাহ সচল রাখার কার্যক্রম চলমান রয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১৪৫ জন। এর মধ্যে ১ হাজার ১৮ জন সুস্থ হয়েছেন। এখনো ১২৪ জন চিকিৎসাধীন রয়েছে। মারা গেছেন তিনজন।