জনতা পার্টি বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেছেন, এখনই সময় ভারতের নিষ্ঠুর পুশইন থামানোর। তিনি বলেন, একাত্তরের এবং চব্বিশের চেতনায় বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্র। আমরা ভারতীয় জনগণের বন্ধুত্ব, ভাষা ও সংস্কৃতিকে সম্মান করি কিন্তু ভারতের আধিপত্যবাদী রাজনীতিকে ঘৃণা করি।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে পুশইনের বিরুদ্ধে জনতা পার্টি বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি অবিলম্বে ভারতের হাই কমিশনারকে ডেকে কড়া ভাষায় প্রতিবাদ জানানোর প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম লীগ সভাপতি মহসিন রশীদ, জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ, দলের উপদেষ্টা শাহ মো. আবু জাফর, মেজর (অব.) মুজিব, আউয়াল ঠাকুর প্রমুখ। তারা বাংলাদেশে ভারতের অবৈধ এবং অমানবিক পুশইন এবং ভারত সৃষ্ট বাণিজ্য অবরোধের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। পাল্টা ব্যবস্থা হিসেবে ট্রানজিট সুবিধা স্থগিত রাখার দাবি করেন। ভারতে অবৈধভাবে আশ্রিত আওয়ামী লীগের খুনি রাজনীতিবিদদের পুশইন করতে ভারতের দৃষ্টি আকর্ষণ করেন।