আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। গতকাল বিক্রি করা হয় ১ জুনের ট্রেনের টিকিট। পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায় এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়।
ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজের পরিচালক (টিকিট) শাকিল জাওয়াদ রহিম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ট্রেনের টিকিটের জন্য এখনো খুব বেশি চাপ শুরু হয়নি। শনিবার থেকে এই চাপ বাড়বে। আগামী ২ জুনের টিকিট বিক্রি হবে আজ, ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।
এদিকে ১৬ মে থেকে ঈদ উপলক্ষে দূরপাল্লার বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে। কাউন্টারের পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকেও টিকিট কিনতে পারছেন যাত্রীরা। বাসের টিকিটেও ৩, ৪ ও ৫ জুনের যাত্রার জন্য অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
যাত্রীদের অভিযোগ, এবারও অগ্রিম টিকিটে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এসি ও স্লিপার বাসের ভাড়া কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে দ্বিগুণ। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার এসি ও স্লিপার বাসে আড়াই থেকে ৩ হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে।
বাংলাদেশ এসি ও স্লিপার বাস মালিক সমিতির সড়ক সম্পাদক আনিসুর রহমান বলেন, এসি ও স্লিপার বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। তা ছাড়া ঈদ উপলক্ষে যাত্রী চাহিদা অনুযায়ী ভাড়া কমবেশি হয়ে থাকে। সরকারের কাছে এসি বাসের ভ্যাট প্রত্যাহার করে নির্ধারিত কিলোমিটার হিসেবে ভাড়ার তালিকা তৈরি করে দেওয়ার দাবি জানাই।