রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করাসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে। ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে গতকাল বেলা সাড়ে ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ কর্মসূচি। পরবর্তী কর্মসূচি হিসেবে আজ বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে মশালমিছিলের ঘোষণা দেন আয়োজকরা। দাবিগুলো হলো ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার পাশাপাশি জাতীয় সরকার গঠন, সংবিধান সংস্কার, জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্পন্ন ও ড. ইউনূসকে পাঁচ বছর সময় দেওয়া। বক্তারা বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আসিনি। দেশ রক্ষার তাগিদে এখানে একত্র হয়েছি। সংকটকালীন এ পরিস্থিতিতে জাতীয় ঐক্য ধরে রাখতে ড. ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় সরকারের বিকল্প নেই।’ রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তাঁরা বলেন, ‘আপনারা আলোচনা করুন, বসুন, সময় নিন। প্রয়োজনে বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে একটি শক্তিশালী সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সব নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই।’
কর্মসূচি চলাকালে তাঁরা ‘ইউনূস তুমি ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’, ‘তুমি কে আমি কে? ইউনূস ইউনূস’, ‘ছি ছি চুপ্পু, তোর মুখে থু থু’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘হইহই রইরই, শেখ হাসিনা গেল কই?’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের আস্তানা, এ বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘চুপ্পুর গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘এ মুহূর্তে দরকার, জাতীয় সরকার’, ‘হাসিনা গেছে যেই পথে, চুপ্পু যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন।