ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী গণ অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়া মাহফিল করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আগামীকাল মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান করেছেন সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। গতকাল সন্ধ্যায় সংগঠনের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে হেফাজতের নেতাদ্বয় বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার গণহত্যায় শিশু-কিশোরসহ সহস্রাধিক শহীদ হন।
আহতের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন অসংখ্য কিশোর ও তরুণ। আলেম-ওলামার সাহসী অবদান ও মাদরাসার শিক্ষার্থীদের বিপুল আত্মত্যাগও স্মরণীয়। জুলাই গণ অভ্যুত্থানের সেই সাহসী বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান করছি।