স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ৩৫টি রাজনৈতিক দল ও সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংস্কার জোটের নেতারা। তাঁরা বলেন, সরকার ও দেশের সব রাজনৈতিক দল, নাগরিক সংগঠন, সামাজিক সংগঠনসহ সবাইকে আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে দুর্ভেদ্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় নেতারা এসব কথা বলেন। বক্তব্য দেন জোটের আহ্বায়ক মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, সদস্যসচিব মো. আবদুর রহিম, প্রধান সমন্বয়ক প্রফেসর এ আর খান। বক্তারা গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর নগ্ন আক্রমণ ও হামলা আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিকতা। দেশের জনগণ আর কখনো সেই ফ্যাসিবাদী দুঃশাসন ফিরে আসতে দেবে না।
গোপালগঞ্জের হামলায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বন্ধ করে সুস্থ ধারা ও সৌন্দর্যপূর্ণ রাজনীতি করতে হবে বলেও নেতারা উল্লেখ করেন।