জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। মামলায় ১ হাজার ৪৪২ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন বাদী হয়ে ৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। একই দিন সদর থানায় গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ১৬০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১ হাজার জনকে আসামি করে মামলা করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই জেলা কারাগারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। কারাগারের জেলার তানিয়া জামান বাদী হয়ে ভাঙচুরের মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত মামলার সংখ্যা ১০টি। এসব মামলায় ৯ হাজার ৮৪৬ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩২২ জনকে।