চট্টগ্রাম ও ভিয়েতনামের হো চি মিন শহরের মধ্যে সিস্টার সিটি সম্পর্ক গড়ে উঠলে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার রাতে নগরীর র্যাডিসন ব্লু বে-ভিউ হোটেলে ভিয়েতনামের অনারারি কনস্যুলেট অফিসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় ভিয়েতনামের নবনিযুক্ত অনারারি কনসাল এস এম আবু তৈয়ব চট্টগ্রাম ও ভিয়েতনামের হো চি মিন সিটির মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক গড়ে তোলার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মেয়র এ কথা বলেন।
অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নুয়েন মেন কুঅং বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এই ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে ইয়াকোবাস, সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি, ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, ফিলিপাইনের অনারারি কনসুল আবদুল আউয়াল, ইতালির সালমান ইস্পাহানি, স্পেনের মিয়া রহিম, রাশিয়ার আশিক ইমরান, মিয়ানমারের এইচ এম হাকিম আলী, দক্ষিণ কোরিয়ার মোহাম্মদ মহসিন এবং দক্ষিণ আফ্রিকার অনারারি কনসুল সোলাইমান শেঠ। আরও উপস্থিত ছিলেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, ভিয়েতনাম চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান, ইপিজেড ইনভেস্টর ফোরামের সভাপতি শাহদাত মোশারফ খান, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম, বিএসআরএম-এর আলী হোসেন, সিকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক, প্যাসিফিক জিন্স-এর সৈয়দ মোহাম্মদ তানভীর, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস-এর সৈয়দ তানজিম মোজাহের, ওমেন চেম্বারের নেত্রী লুতমিলা ফরিদ, আইভি হাসান, খালেদা আউয়াল ও ফরাহ কাইয়ুম।