রাজধানীর ধানমন্ডির আরমান খান গলির পঞ্চমতলা ভবনের তৃতীয় তলার বাথরুম থেকে সাদিয়া আক্তার (১২) নামে এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। তাকে গতকাল বিকাল পৌনে ৫টায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, সাদিয়া ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বগাজোড়ী গ্রামের আবদুর হান্নানের মেয়ে। ধানমন্ডির আরমান খান গলির ৯/১ নম্বর রোডের ১২৭/বি নম্বর বাড়ির পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত। তাকে হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক মাকসুদ বলেন, বিকালে সাদিয়া সবার অগোচরে বাথরুমে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে থাকে। পরে বিষয়টি আমরা জানতে পেরে তাকে উদ্ধার করে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নিলে চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেলের নিচের রাস্তা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বয়স আনুমানিক ৭০। গতকাল বেলা ১টায় প্রথমে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই সেলিম বলেন, ‘খবর পেয়ে মেট্রোরেলের নিচে রাস্তার মাঝখানে পড়ে থাকা বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের মুখে শুনেছি তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।