টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্টে সাজিদুল ইসলাম মণ্ডল (২৭) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। টঙ্গীর খরতৈল ব্যাংকপাড়ায় সোহেলের গ্যারেজে গতকাল সকালে এ ঘটনা ঘটে। সাজিদুল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বুমেলিবাড়ির মধু মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় বসবাস করে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতভর সিএনজি চালিয়ে সকাল ৭টার দিকে গ্যারেজে গাড়ি জমা দিতে ঢোকেন সাজিদুল। গাড়িতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।