কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে আগে থেকেই নির্বাচনের ডামাডোল বাজছে। সবার নজর বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দিকে। এখানে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ উত্তাপ জাতীয় পর্যায়েও ছড়িয়ে পড়েছে। এ আসনে কায়কোবাদ ও আসিফ ছাড়াও বিএনপির সাবেক নেতা গোলাম কিবরিয়া সরকার, জামায়াতের উত্তর জেলার কর্মপরিষদ সদস্য ইউসুফ হাকিম সোহেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম নির্বাচন করবেন বলে জানা গেছে।
কায়কোবাদ সমর্থকদের দাবি, এখানে বিএনপিকে ঠোকাতে আসিফ ও আওয়ামী লীগ মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ ছাড়া পুলিশকে দিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হয়রানি করা হচ্ছে। জানা গেছে, রাজনৈতিক কারণে কায়কোবাদকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরায় কায়কোবাদের নেতৃত্বে মুরাদনগরের বিএনপি চাঙা হয়েছে। তিনি নিয়মিত সভা-সমাবেশে অংশ নিচ্ছেন। এদিকে আসিফের সমর্থকদের বক্তব্য, নতুনের জোয়ার ঠেকাতে না পেরে হামলাসহ নানা অপপ্রচার করছেন কায়কোবাদের লোকজন। স্থানীয়দের ভাষ্য, এখানে পারিবারিক কিছু হলেও তাতে রাজনীতির রং দেওয়া হয়। এক পক্ষ আরেক পক্ষকে দোষ দেন। কায়কোবাদ-আসিফের মুখোমখি অবস্থানের কারণে মুরাদনগর অস্থিতিশীল হয়ে উঠেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গণমাধ্যমকে বলেছেন, তিনি নির্বাচনের আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন। এলাকায় তিনি নির্বাচন করবেন না বলেও উল্লেখ করেছেন। ধারণা করা হয়, তিনি ঢাকায় বিএনপি বা এনসিপি থেকে নির্বাচন করতে পারেন। এলাকায় এ ধরনের গুঞ্জনই রয়েছে। এ অবস্থায় তার সমর্থনে মুরাদনগরে নির্বাচন করতে পারেন উত্তর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম কিবরিয়া সরকার।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘ফ্যাসিবাদ পতনের পর দেশে ফিরে মুরাদনগরের সাধারণ মানুষের চোখে-মুখে যে ভালোবাসা দেখেছি এবং তাদের অনুরোধেই মূলত এবার নির্বাচনে অংশগ্রহণ করব। এখনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আল্লাহ যদি এমপি বানাতে চায়, পৃথিবীর কোনো শক্তি আমাকে হারাতে পারবে না।’ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থক ছাত্র সমন্বয়ক অ্যাডভোকেট ওবায়দুল হক বলেন, মুরাদনগরের মানুষকে মুক্তি দিতে আমাদের নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। তবে কে কোন দল থেকে প্রার্থী হবেন তা এখনো নিশ্চিত নয়। জামায়াতের প্রার্থী দলের উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ইউসুফ হাকিম সোহেল বলেন, আমরা মানুষের দুয়ারে যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের জন্য মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিতে মুখিয়ে আছে। উল্লেখ্য, ২২টি ইউনিয়ন ও দুটি থানা নিয়ে গঠিত মুরাদনগর উপজেলা নিয়ে কুমিল্লা-৩ সংসদীয় আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬০ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৫৪৮ এবং মহিলা ২ লাখ ২৩ হাজার ৪৩৬।