রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ার একটি বাসা থেকে মুস্তাফিজুর রহমান (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। খিলগাঁও থানার এসআই মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে মেরাদিয়া ভূঁইয়াপাড়ার আবাসিক বাসার নিচ তলার একটি রুম থেকে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মুস্তাফিজুরের সহকর্মী শাহিন জানান, মুস্তাফিজ একটি দোকানে কাজ করতেন। এক সপ্তাহ আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে ওই বাসায় মুস্তাফিজ একাই ছিলেন। তবে কেন তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এ বিষয়টি আমরা জানতে পারিনি। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে। তিনি এক সন্তানের পিতা।