ডাকসু নির্বাচন আগামী দিনের রাজনীতির একটি গ্রামার হাতে তুলে দিয়েছে বলে মন্তব্য করে আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমরা যেন কেউই ’৯১, ’৯৬, ২০০১-এর ম্যাট্রিকস দিয়ে না মাপি। মাপলে সবাই ভুল করব। কারণ এটাই একটি নতুন ম্যাট্রিকস আগামী দিনের রাজনীতির।’
গতকাল বরিশাল প্রেস ক্লাবে বরিশালের উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় ফুয়াদ আরও বলেন, ‘জন আকাক্সক্ষা যদি আমরা রিড করতে না পারি, সময় যদি রিড করতে না পারি তাহলে সেটা আমাদের জন্য ভুল হবে।’ তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন যেভাবে ইসলামপন্থিদের বিজয়, জামায়াত-শিবিরের বিজয়, জঙ্গিবাদ-মৌলবাদের উত্থান, দক্ষিণপন্থিদের উত্থান হিসেবে পড়ার চেষ্টা হচ্ছে; এভাবে পড়ার গ্রামারটাকে আসলে আমি মনে করি তরুণদের বুঝতে না পারার সমস্যা। গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ যেভাবে বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপিসহ অনেক বুদ্ধিজীবী, বাম বলয়ের লোকেরা বুঝতে পারছে না।’
নির্বাচন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া ইনক্লুসিভ হবে না এ বক্তব্য যারা দিচ্ছেন ডাকসু নির্বাচন সেটিকে অলরেডি ভুল প্রমাণিত করেছে জানিয়ে তিনি বলেন, ‘শুধু জগন্নাথ হলের ভোটের গ্রামারটা পড়লেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বাইরে দল ও প্রার্থী এ দেশে রয়েছে এবং তারা জামায়াত-শিবিরকে ভোট দেবে না। আর এমন জায়গায় ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে জামায়াত-শিবির প্যানেল ভোট পেয়েছে এটা খুবই রং রিডিং হবে।’