অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে পাবনায় ১০০ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বসুন্ধরা গ্রুপের সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। গতকাল পাবনা সদরের আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে পাবনা সদর উপজেলার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত উল্লিখিত সংখ্যক নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবুল বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন। বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসচ্ছল নারীরা। নিজের অনুভূতি ব্যক্ত করে পাবনা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নিলুফা ইয়াসমিন নিলা বলেন, ‘আমি এই সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে পরিবারে আমাদের অসচ্ছলতা আছে। আমার তিনটি ছেলে, স্বামী আর শ্বশুর শাশুড়িকে নিয়ে পরিবার।
এই সেলাই মেশিনের মাধ্যমে আমি যদি দিনে ১০০-১৫০ টাকাও আয় করতে পারি আমি সেটা পরিবারে দিতে পারব। পরিবারটা আমাদের আরেকটু ভালো চলবে।’ এ ছাড়াও সেলাই মেশিন পেয়ে অনেক নারী খুশি হয়েছেন। গুফিয়া খাতুন নামে আরেকজন বলেন, ‘আমার স্বামী নেই, কোনো ছেলে নেই, তিনটি মেয়ে আছে। আমি অনেক কষ্ট করে মেয়েদের পড়াশোনা করিয়েছি। মেয়েদের পরীক্ষার ফি পর্যন্ত দেওয়ার মতো আমার অবস্থা ছিল না। স্কুলের প্রধান শিক্ষকের কাছে এসে ফি মওকুফ করিয়ে নিতাম। এই সেলাই মেশিন পাওয়ার মাধ্যমে আমার অনেক উপকার হবে, আমি আপনাদের এই ঋণ কোনো দিনও শোধ করতে পারব না।’ প্রধান অতিথির বক্তব্যে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ দেশের বিভিন্ন স্থানে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে। কখনো সেলাই মেশিন, কখনো গরু-ছাগল বিতরণ করছে। এই উদ্যোগগুলো প্রশংসনীয়। আজ যেসব নারী সেলাই মেশিন পেয়েছেন, তারা তা ব্যবহার করে স্বাবলম্বী হবেন।’ এজন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত কথাসাহিত্যিক ও বসুন্ধরা শুভসংঘের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক মিলন বলেন, ‘শুভসংঘ সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণ আমাদের একটি বড় প্রকল্প। এর মাধ্যমে গ্রামীণ নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া আমরা মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করছি।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বাহেজ উদ্দিন, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান রয়েল বিশ্বাস, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ পাবনার সাধারণ সম্পাদক নরেশ মধু, সূচনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা পূর্ণিমা ইসলাম, পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ প্রমাণিকসহ প্রমুখ।