দেশের ব্যাংকগুলোয় কোটি টাকা জমা রাখা হিসাবের সংখ্যা জুন প্রান্তিক শেষে আগের তিন মাসের চেয়ে বেড়েছে প্রায় ৬ হাজারটি। বাংলাদেশ ব্যাংকের এ-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত জুন শেষে ১ কোটি টাকা স্থিতি রয়েছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এমন হিসাব ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি। এ হিসেবে তিন মাসে বেড়েছে ৫ হাজার ৯৭৪টি ব্যাংক হিসাব। কোটি টাকার বেশি ব্যাংক হিসাবের সঙ্গে বেড়েছে এগুলোয় জমা হওয়া অর্থের পরিমাণও। জুন শেষে এসব হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ বা আমানত দাঁড়িয়েছে ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। তিন মাস আগে যা ছিল ৭ লাখ ৮৩ হাজার ৬৫৩ কোটি টাকা। সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জুন শেষে দেশে ব্যাংক খাতে মোট হিসাবের সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। তিন মাসে মোট ব্যাংক হিসাব বেড়েছে ৩২ লাখ ৯৫ হাজার। গত মার্চ শেষে তা ছিল ১৬ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার ৮২১টি।
ব্যাংক হিসাবের সঙ্গে আমানতের পরিমাণও বেড়ে হয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। ফলে তিন মাসে আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার ৭৫ কোটি টাকা। কোটি টাকার হিসাবের তথ্য দিলেও এসব হিসাবের মালিকানা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারি বিভিন্ন সংস্থার কতটি সে তথ্য দেয় না বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক ব্যাংক হিসাব পরিচালনা করার সুযোগ থাকায় কোটি টাকা জমা রাখা গ্রাহকের সংখ্যা কত তা-ও প্রকাশ করা হয় না।