বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্ব অবশ্যই প্রয়োজন। তবে সেই নেতৃত্ব যেন খুনি শেখ হাসিনার মতো ধ্বংসাত্মক না হয়, বরং খালেদা জিয়ার মতো ত্যাগী ও গণতন্ত্রকামী হওয়া জরুরি। শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দমন-পীড়নের রাজনীতি চালু করেছেন।
গতকাল বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, এই পদ্ধতিতে জনগণ অভ্যস্ত নয়। জনগণ কখনো শোনেওনি পিআর কী। বিএনপি এ ব্যবস্থার পক্ষে নয়। জনগণ ১৭ বছর যেভাবে আন্দোলন করেছে, প্রয়োজনে ভোটের অধিকারের জন্য আবারও আন্দোলনে নামবে।
সমাবেশে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে ও থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজাদ্দেদ আলী বাবুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।