মা ইলিশ রক্ষায় দেশের ৩৮ জেলার নদনদীসহ বঙ্গোপসাগরের নিজেদের জলসীমায়ও ২২ দিন সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। শিকার নিষিদ্ধ এই সময়ে ২০ জেলার বরফকল বন্ধ থাকবে।
তবে খুলনা, কুষ্টিয়া, নড়াইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদনদী থেকে শুধু ইলিশ মাছ আহরণ বন্ধ থাকবে।
মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, আগেও ২২ দিন নিষেধাজ্ঞার সময় সমুদ্র আওতাভুক্ত থাকত। কিন্তু সেটা গেজেট আকারে প্রকাশ করা হতো না। কিন্তু এ বছর বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।