‘বাল্যবিবাহ নয়, শিক্ষা ও স্বপ্নই হোক আমাদের ভবিষ্যৎ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার মিরপুর উচ্চবিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সমাজসেবক ডা. কে এইচ মুরাদ, সাধারণ সম্পাদক আশকার পাইন, সহসভাপতি আশা সরকার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। সভায় বক্তারা বলেন, বাল্যবিবাহ এখন সমাজে ভয়াবহ এক ব্যাধিতে পরিণত হয়েছে। সচেতনতা বাড়লেও অনেক পরিবার এখনো এ অপরাধমূলক প্রথা থেকে বেরিয়ে আসতে পারেনি। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে কিশোরীরা। অল্প বয়সে বিয়ের ফলে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, মানসিকভাবে ভেঙে পড়ছে, এমনকি অনেক সময় অনাকাঙ্ক্ষিত সংসার ভাঙনের মুখোমুখি হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ফৌজিয়া আক্তার, শুভসংঘের রাব্বি হাসান হৃদয়, রাশেদা পারভীন, রাশেদুল হাসান সেতু, ইমরান হোসেন, নুরুজ্জামান প্রমুখ।