সময় যতই গড়াচ্ছে ভয়ঙ্কর রূপ নিচ্ছে মরণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে চীনে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪২৫ জনের। আক্রান্ত আরও ২০ হাজারের বেশি মানুষ।
এদিকে, প্রাণঘাতী এই করোনাভাইরাসে এবার আক্রান্ত হয়েছে এক মাস বয়সী শিশু কন্যা। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইজু প্রদেশের হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে বলে স্বাস্থ্য কমিশন থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে।
প্রদেশের পিপলস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে অন্য প্রদেশ থেকে এখানে আনা হয়েছে এবং তারা বর্তমানে প্রদেশের রাজধানী গুইয়াংয়ে বসবাস করছে। সোমবার শিশুটিকে হাসপাতালে ভর্তি করানোর পর তাকে হাসপাতালে আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে স্বাস্থ্য কমিশন।
সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/কালাম-সিফাত আব্দুল্লাহ