ইতোমধ্যেই ৪২৭ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর আশঙ্কা আরও অনেকের। এই মুহূর্তে চীন যেন মৃত্যুপুরী। চীনের বেশিরভাগ মানুষই এখন গৃহবন্দী। করোনাভাইরাস নিয়ে চীনসহ গোটা বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এমন সময় হৃদয়বিদারক একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
হাসপাতালের বেডে পাশাপাশি শুয়ে রয়েছেন এক দম্পতি। দু’জনেই মারণ করোনাভাইরাসে আক্রান্ত। শরীরও শক্তি হারিয়েছে। দুর্বলতার ছাপ স্পষ্ট। এখন শুধুই মৃত্যুর অপেক্ষা। হাসপাতালের বেডে শুয়ে যেন মৃত্যুর জন্যই দিন গুনছেন দু’জনে।
মৃ্ত্যুর জন্য অপেক্ষায় তারা যেন একে অপরের সঙ্গী। একই সঙ্গে একে অপরের ভরসা। তাই তো ধরেছেন হাত। আর বলছেন চিরবিদায় বন্ধু। ভিডিওটি দেখে কান্নায় বুক ভাসাচ্ছেন নেটিজেনরা। কোনও উপায় নেই তাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার। কেননা তাদের মৃত্যু নিশ্চিত। তাই এভাবেই এক অপরকে দিচ্ছেন সহানুভূতির বার্তা।
জিয়াং উই নামে এক টুইটার হ্যান্ডেলে পোস্ট হওয়া ভিডিওটি খুব দ্রুতই ভাইরাল হয়ে গেছে। এই দম্পতির দু'জনেই করোনাভাইরাসে আক্রান্ত বলে লেখা হয়েছে ভিডিওতে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ