প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন হাজার ৮৮৭ জন। সব মিলিয়ে চীনে এ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৪ জন। বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার
এদিকে, চীনে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত ৮৯২ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে কেবল মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬২ জন, যাদের ১২৫ জনই চীনের হুবেই প্রদেশের।
আর গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন। এর মধ্যে চীনেই ৪৯০ জনের মৃত্যু হয়েছে। বাকি দু'জনের একজন ফিলিপাইনে এবং অন্যজন হংকংয়ের। যারা চীনের উহান শহর ভ্রমণে ভাইরাসটিতে আক্রান্ত হন।
বিডি-প্রতিদিন/মাহবুব-সিফাত আব্দুল্লাহ