করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। চীন থেকে সংক্রমিত এ ভাইরাসের ভয় থাবা বসিয়েছে খেলার দুনিয়াতেও। সামনেই টোকিও অলিম্পিক। ভারোত্তোলন, ব্যাডমিন্টন, জিমনাসটিক্সের মত খেলায় আবার চীনাদের আধিপত্য। অলিম্পিকের প্রস্তুতি সারতে তাই চীনের বিরুদ্ধে স্টেজ রিহার্সাল সারার পরিকল্পনা ছিল ভারতের। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে আপাতত ধাক্কা খেয়েছে সেই মাস্টারপ্ল্যান।
অলিম্পিকের আগে তাই চীনা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামা নিয়ে অস্বস্তিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে গতকাল বুধবার কলকাতা এসেছিলেন আইওএ সভাপতি নরিন্দার বাত্রা। তিনি জানান, "এই সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রালয়ের নির্দেশ মেনে চলবে আইওএ। তবে এই সম্পর্কিত এখনও কোনও নির্দেশ নামা স্বাস্থ্যমন্ত্রালয় জারি করেনি।"
অলিম্পিকের আগে হাতে এখনও ছয় মাস সময়। তার আগেই করোনা ভাইরাস সংক্রান্ত সমস্যার সমাধানসূত্র মিলবে বলেও দাবি নরিন্দার বাত্রার। টোকিও অলিম্পিকে সাবেক ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে করা হয়েছে। সৌরভের লড়াকু মনোভাব ও পরিচ্ছন্ন ভাবমূর্তি অলিম্পিয়ানদের অনুপ্রেরণা যোগাবে বলেই আশা বাত্রার।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ