মহামারী করোনাভাইরাসের কারণে চীন থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে বিশ্বের নানা দেশ। চীনের সঙ্গে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে, চীনা নাগরিকদের বিভিন্ন দেশে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। এরমধ্যেই চীন সফরে গেলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেক টেখো হুন সেন।
বুধবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। এসময় শি জিনপিং মন্তব্য করেন, কম্বোডিয়ার মানুষ চীনের পাশে দাঁড়িয়েছে। দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।
গতকাল বুধবার দিনের শেষ সময় পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬৩ জনের। আক্রান্ত হয়েছে ২৮ হাজার ১৮ জন।
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১১৫৩ জন। সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/ফারজানা