করোনাভাইরাসের ধাক্কায় দিশেহারা চীন যুক্তরাষ্ট্রে থেকে আমদানিকৃত ১৭১৭ পণ্যের ওপর শুল্ক কমিয়ে অর্ধেক করার পরিকল্পনা গ্রহণ করছে।
চীনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, কিছু পণ্যের ওপর আরোপিত আমদানি শুল্ক কমিয়ে ১০ ভাগ থেকে কমিয়ে ৫ ভাগ এবং অন্য পণ্যগুলোর থেকে শুল্ক ৫ ভাগ থেকে আড়াই ভাগ করা হবে।
এর আগেই দুই দেশই পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছিল। দুই দেশের এ বাণিজ্য যুদ্ধে বিশ্ব অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলেছিল। গতমাসে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি ২০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে সম্মত হয় চীন।
বিডি প্রতিদিন/ফারজানা