১৬ মার্চ, ২০২০ ১৯:৩১

ইতালিসহ ইউরোপের ৯৬ যাত্রী ঢাকায় ফিরলেন

অনলাইন ডেস্ক

ইতালিসহ ইউরোপের ৯৬ যাত্রী ঢাকায় ফিরলেন

ফাইল ছবি

ইউরোপ থেকে ৯৬ জন যাত্রী বাংলাদেশে এসেছে পৌঁছেছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে সন্ধ্যায় ৬টার দিকে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। যাত্রীদের মধ্যে ৬৮ জন ইতালি থেকে এবং ১৮ জন আসছেন জার্মানি থেকে।

সোমবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্লেন থেকে নামানোর পরে তাদের করোনাভাইরাস শনাক্তরণের স্ক্রিনিংয়ের মুখোমুখি হতে হবে। এরপর করোনামুক্ত মর্মে নিয়ে আসা সনদ ইমিগ্রেশনে দেখাতে হবে। সব আনুষ্ঠানিকতা শেষে তাদের হজক্যাম্পে পাঠানো হবে।

সম্প্রতি ইতালিতে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে সেখান থেকে দেশে চলে আসতে থাকেন প্রবাসীরা। এই অবস্থায় প্রবাসীদের কোয়ারেন্টাইনে নেয়া হলে সেখানে হট্টগোল পরিস্থিতি তৈরি হয়।

বাধ্য হয়ে রবিবার বেবিচক সংবাদ সম্মেলন করে জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। যদি কোনো এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর