করোনাভাইরাস মহামারির ছড়িয়ে পড়া প্রতিরোধে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার করতে যাচ্ছে চীন। আক্রান্ত ব্যক্তিদের শনাক্তে 'ক্লিনিক্যাল ডায়াগনোসিস স্ট্যান্ডার্ড' হিসেবে বড় শহরগুলোর মোড়ে মোড়ে এই কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। এরই মধ্যে রোগ নির্ণয় ও চিকিৎসায় চীনের বেইজিং শহরে এই স্বাস্থ্য পরীক্ষাটি শুরু করা হয়েছে।
কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর তা নির্ণয় ও চিকিৎসায় পরিমাণগত মেডিকেল ইমেজ বিশ্লেষণ সেবার মান উন্নয়নে চীন ভিত্তিক এআই বিকাশকারী মেগভিই এবং সেন্সটাইম তাদের এআই সমাধানগুলির বিকাশ ঘটাচ্ছে। এটা করোনভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে দারুণ কার্যকরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জ্বরে আক্রান্ত যাত্রীদের সহজেই সনাক্ত করতে মেগভির এআই হিট সেন্সর সিস্টেমটি এরই মধ্যে বেইজিংয়ের সাবওয়ে স্টেশনগুলোতে ব্যবহার শুরু হয়েছে।
এআই হিট সেন্সর সিস্টেমটির সামনে দিয়ে জ্বরে আক্রান্ত কিংবা অস্ত্রোপচার হয়েছিল এমন ব্যক্তিরা গেলে এই যন্ত্র সেটা সঙ্গে সঙ্গে সনাক্ত করে সার্ভারে তথ্য পাঠাবে। সেখান থেকে কর্মীরা সহজেই করোনায় আক্রান্ত ব্যক্তিদের ধরে ফেলতে সক্ষম হবেন। এমনকি কেউ মাস্ক না পরে বাইরে বেরুলেও সেটা ধরে ফেলবে এই যন্ত্র।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিজ্ঞপ্তিতে বলেছে, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত ও চিকিৎসার ক্ষেত্রে অন্যতম কার্যকর একটি পদ্ধতি হচ্ছে 'হিট সেন্সর সিস্টেম', যেটি দ্রুততার সঙ্গে রোগনির্ণয় এবং রোগের অবস্থার কার্যকর মূল্যায়নে সহায়তা করবে।
বিডি প্রতিদিন/আরাফাত