করোনাভাইরাস ঠেকাতে নাটোরে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক গণজমায়েত বন্ধ ঘোষণা করেছে নাটোর জেলা প্রশাসন ও পুলিশ সুপার। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা নিয়ম না মানলে আইন প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান সহ শিক্ষা, স্বাস্থ্য, সমাজ সেবা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, করোনাভাইরাস ঠেকাতে নাটোর জেলার সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান যেমন ইসলামী জালসা, হিন্দু ধর্মের হরিবাসরসহ নানা ধর্মীয় অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিদেশ ফেরত নাটোরের ৯ জন হোম কোয়ারেন্টাইনে না থেকে সাধারণভাবে চলাফেরা করার ওপর বিধি নিষেধ জারি করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা আইসোলেশন ইউনিট এবং শহরতলীর ভবঘুরে সেন্টারকে দ্রুত করোনা ইউনিট চালুর জন্য নির্দেশনা দেওয়া হয়।
সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, করোনাভাইরাস ঠেকাতে সাময়িকভাবে আমরা সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য নির্দেশনা জারি করেছি। আপাতত কেউ যাতে ইসলামী জালসা বা হিন্দুদের হরিবাসর না করে সেজন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক গণজমায়েত না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশফেরত অনেকে হোম কোয়ারেন্টাইন মানছে না। যারা কোয়ারেন্টাইন মানবে না তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া করোনাভাইরাস সংক্রান্ত নিয়ে যে কোনো ধরনের তথ্যের জন্য একটি কন্টোল চালু করা হয়েছে। পাশাপাশি মানুষ যাতে সচেতন হতে পারে সেজন্য আমরা ইউএনওদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের নির্দেশনা দিয়েছি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম