মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পর্যটক আগমনে নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে এ নির্দেশ জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সাক্ষরিত পত্রে বলা হয়েছে, সম্প্রতি সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পরা করোনাভাইরাসের সংক্রমণ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। শ্রীমঙ্গল একটি পর্যটন সমৃদ্ধ এলাকা। এখানে দেশি-বিদেশি পর্যটকদের সমাগম ঘটে। তাই উদ্ভূত পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত উপজেলার সকল হোটেল-মোটেল, রিসোর্ট ও রেস্টহাউসে বিশ্বের বিভিন্ন দেশ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের বুকিং না নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগাম বুকিংগুলোও বাতিল করার কথা বলা হয়েছে। এবং পর্যটকদের ভ্রমণে প্রব ভাবে নিরুৎসাহিত করার কথা বলা হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, আজ বুধবার নতুন আরও ১৩ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা দুবাই, কাতার, ইতালি ও বাহারাইন ফেরত। এর আগে গত ১৬ মার্চ দুবাই ফেরত ছয় জন, ১৫ মার্চ আমেরিকা ফেরত ১৬ জন ও ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত দুবাই ও ইতালি ফেরত ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. সাজ্জাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এদের শরীর পরীক্ষা করে করোনাভাইরাসের (কোভিড-১৯) কোন লক্ষণ পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক