১৯ মার্চ, ২০২০ ০০:৩৪

আমেরিকার ৫০ অঙ্গরাজ্যেই করোনার থাবা, বাড়ছে মৃত্যু

অনলাইন ডেস্ক

আমেরিকার ৫০ অঙ্গরাজ্যেই করোনার থাবা, বাড়ছে মৃত্যু

বিশ্বব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের ১৭২টি দেশে হানা দিয়েছে চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস। বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৩ হাজার ৫৫৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৯১ জনের।

এদিকে, যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যেই থাবা বসিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মঙ্গলবার ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রথম কভিড-১৯ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেন গভর্নর জিম জাস্টিস। এর মধ্য দিয়ে আমেরিকার ৫০ অঙ্গরাজ্যই করোনা সংক্রমিত হল।

সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৮৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১৭ জনের।

বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় এর আগেই দেশটির সবক’টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর