জনগণের চলাচলের গতিবিধি নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসেরী মুহিউদ্দিন ইয়াসিন।
বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে আয়জিত এক সংবাদ সম্মেলন মুহিউদ্দিন বিষয়টি পরিষ্কার করে বর্ণনা করেন।
এসময় তিনি বলেন, ৩১ মার্চ পর্যন্ত নিয়ন্ত্রণ আদেশের মাধ্যমে লোকজনকে যেন আর নতুন করে করোনাভাইরাস সংক্রমণ করতে না পারে সেজন্য এই আদেশ মেনে চলতে হবে।
স্থানীয় টেলিভিশনগুলোতে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ বার্তায় তিনি বলেছিলেন, “ভাইরাসটি একজনের সংস্পর্শে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। তাই সাধারণ জনগণ যেন জড়ো হয়ে কোথাও অবস্থান না করে।”
এই আদেশটি কেন দুই সপ্তাহ কার্যকর করা হয়েছে, তা ব্যাখ্যা করে মুহিউদ্দিন বলেন, কোভিড-১৯ ভাইরাসটি দুই সপ্তাহ ধরে কোনও মানুষের শরীরে জীবিত থাকতে পারে।
তিনি আরও বলেন, আপনারা শুধুমাত্র বাড়িতে থাকুন। অতিজরুরি ব্যতীত বাইরে বের হবেন না। অন্যান্য মানুষদের কাছাকাছি যাবেন না। এই আদেশের শৃঙ্খলা রক্ষা করে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাহায্য করুন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেখানে আছেন সেখানেই থাকুন। যারা কুয়ালালামপুর আছেন, কুয়ালালামপুরেই থাকুন। যারা পেনাং আছেন, আপাতত পেনাংয়েই থাকুন।
আপাতত এক অঞ্চলের লোক আরেক অঞ্চলে না যাওয়ার পরামর্শ দেন মুহিউদ্দিন ইয়াসিন। যদি এ মুহূর্তে কেউ গ্রামের বাড়িও যেতে চান, তবে সিদ্ধান্ত বদল করুন, অভিলম্ভে তা বন্ধ করুন, যোগ করেন মুহিউদ্দিন।
বিডি প্রতিদিন/কালাম