যুক্তরাষ্ট্রের অন্তত ১৩টি রাজ্য করোনাভাইরাসের কারণে পানশালা ও রেঁস্তোরা বন্ধের জন্য নির্বাহী আদেশ জারি করেছে। ওই নির্বাহী আদেশে পানশালা ও রেঁস্তোরাগুলোকে তাদের খাবার প্যাকেটজাত করে গ্রাহককে দেওয়ার পরিসেবা সীমিত করার নির্দেশ দেওয়া হয়।
করোনাভাইরাস প্রতিরোধে এমন পদক্ষেপ নিয়েছে রাজ্যগুলি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মেইন এবং টেনেসি রাজ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং নিউ জার্সি সন্ধ্যা ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত রাজ্যব্যাপী কারফিউ জারি করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা