সাভার ও ধামরাইয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৬ জন, এর মধ্যে ২৩ জন দেশের বাইরে থেকে ফিরেছেন। বৃহস্পতিবার হাসপাতাল ঘুরে এ তথ্য জানাছে।
সাভারে ১৯ জন বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা। তিনি জানান, প্রবাসীরা সকলে যার যার বাড়িতে একা থাকবেন। কারও সংস্পর্শে যাওয়া যাবে না।
ধামরাই হাসপাতালে ৪ ইতালি ফেরত যাত্রী হোম কোয়ারান্টাইনে রয়েছে, আর স্থানীয় ৩ জন সর্দি কাশিতে আক্রান্ত হওয়ায় চিকিৎসা নিচ্ছেন। ৩ জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন জানিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নূর রিফাত আরা
নিয়ম অনুযায়ী হোম কোয়ারেন্টাইন করা হচ্ছে কি না তা তদারকি করছে সাভার উপজেলা প্রশাসন, সাভার মডেল থানা, সংসদ সদস্য, উপজেলা চেয়াম্যান ও ইউনিয়ন চেয়ারম্যন, চিকিৎসকগণ। কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিরা বাইরে বের হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে প্রশাসন।
বিদেশ ফেরত যাত্রীরা দেশে আসলে সরকারি নির্দেশ অনুযায়ী তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা