করোনাভাইরাস প্রতিরোধে নওগাঁয় বিভিন্ন দেশ থেকে আসা ১৬১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডাঃ এস,এম আখতারুজ্জামান। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হননি। গতকাল পর্যন্ত এই জেলায় ছিল ৯৯ জন। তিনি জানান, তাদের ১৪ দিন সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সব সময় তাদের দেখ ভাল করা হচ্ছে। তাদেরকে বাইরে ঘোরাফেরা না করে বাড়িতে অবস্থানের পরামর্শ দেয়া হচ্ছে।
এদিকে হোম কোয়ারেন্টাইন না মেনে বাজারে ঘোরাঘুরি করায় মোজাফফর হোসেনের (৩৮) নামে এক কাতার ফেরত প্রবাসীকে জরিমানা করা হয়েছে।
বরগুনা: বরগুনা জেলায় বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে ৯১ জন হোম কোয়ারেন্টইনে রয়েছে। এর মধ্য বিগত ২৪ ঘণ্টায় রয়েছে, ৪৫ জন। বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি প্রমোদ প্যাটেলের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
গাজীপুর: ইতালি ফেরত ৪৪ প্রবাসীর মধ্যে ৩৬ জনকে এখনও গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি ২০ শয্যা বিশিষ্ট মা ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গেল ১৪ মার্চ রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪ প্রবাসীকে গাজীপুরে আনা হয়।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ৩৬০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এর মধ্যে ৪২ জন ভারতীয় নাগরিক রয়েছেন। ভারতীয় নাগরিকরা তাদের আত্মীয়-স্বজনের বাড়ি বেড়াতে এসেছেন। হোম কোয়ারেন্টাইনে যারা রয়েছেন তারা ভারত ও দুবাই থেকে এসেছেন।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে জেলা সদরে ৪ বেডের এবং উপজেলাগুলোতে ২ বেডের আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা