করোনাভাইরাস থেকে বাংলাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি চল্লিশ লক্ষ শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীকে নিরাপদ রাখার জন্য প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনও ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময় সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থান করতে পরামর্শ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে এই বৈশ্বিক দুর্যোগময় সময়ে বাড়ির বাইরে বের না হয় সেটি নিশ্চিত করার জন্য স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, এসএমসি’র সভাপতি ও সদস্যবৃন্দকে শিক্ষার্থীদের মা-বাবাকে বিশেষভাবে সচেতন করার আহ্বান করছি। নিজে নিরাপদ থাকুন এবং প্রিয় শিক্ষার্থীদের নিরাপদ রাখার ব্যাপারে যত্নবান হোন। মায়েদের ফোন নম্বর থাকলে এই সময়ে ফোনে তাদেরকে সচেতন করুন। ভাল থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করুন, তিনি যেন আমাদের এই চরম বিপদ থেকে রক্ষা করেন। সবায় বেশি বেশি তওবা পড়ি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে দেন। আমার এই বার্তাটি সকল সহকর্মীর নিকট পৌঁছে দেবেন।
আপনাদেরই
মো. আকরাম আল হোসেন
সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক