দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭। ইতোমধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি জানান, নতুন আক্রান্তরা সবাই ইতালি ফেরত পরিবারের সদস্য। তাদের পরিবারের একজন ইতালি ফেরত। তাদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। আক্রান্ত ওই নারীর বয়স ২২ বছর। পুরুষ দুইজনের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর।
বিডি-প্রতিদিন/শফিক