টাঙ্গাইলে এখন পর্যন্ত ১৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এখন পর্যন্ত ১৬০ জন হোম কোয়ারেন্টাইনে আছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, আজ পর্যন্ত জেলায় মোট ১৭১ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এর মধ্যে নির্দিষ্ট সময় পার হওয়ায় ১১ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ