কুড়িগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশ থেকে আসা বাংলাদেশি প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে কুড়িগ্রামে মোট ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
২৫০শয্যার জেনারেল হাসপাতালেও রাখা হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি ও আইসোলেশন ওয়ার্ড তৈরিসহ সব ব্যবস্থা। জেলার সিভিল সার্জন জানান, যাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের অনেকেই সৌদি আরব, দুবাই, কাতার, কুয়েত, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে বাংলাদেশি প্রবাসী। এছাড়াও একজন যুক্তরাষ্ট্র থেকে আসা দক্ষিণ কোরিয়ার নাগরিকও রয়েছেন।
এদিকে, ১৪ দিন অতিক্রম করায় ৭জনকে রিলিজ সার্টিফিকেট দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন। এ ব্যাপারে জেলার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সবাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। করোনাভাইরাস মোকাবেলায় জেলার হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে ৩১টি বেড প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে জেলা সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১০টি এবং ৮টি উপজেলা হাসপাতালে ২১টি বেড রয়েছে। তিনি সকলকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ