প্রাণঘাতী করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল ইসরায়েলে। দেশটিতে এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০৫ জন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাতে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, করোনাভাইরাসে মৃত ওই ব্যক্তির বয়স হয়েছিল ৮৮ বছর। এক সপ্তাহ আগে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি একবার হার্ট অ্যাটাকেরও শিকার হয়েছিলেন। সূত্র: জেরুজালেম পোস্ট
বিডি প্রতিদিন/কালাম