পাকিস্তানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া তথ্যে আক্রান্তের সংখ্যা ৫০০। এরই মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।
শুক্রবার পাকিস্তানে সব থেকে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দেশটির বালুচিস্তানে আক্রান্তের সংখ্যা ২৩ থেকে বেড়ে ৮১ হয়েছে। পঞ্জাবে ৩৩ থেকে এক লাফে হয়ে যায় ৭৮। পাকিস্তানের সিন্ধ প্রদেশে আক্রান্তের সংখ্যা ২৪৫ জন। খাইবার-পাখতুয়ানে আক্রান্ত ২৩। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গিলগিয়ে আক্রান্ত ২৪ জন ও ইসলামাবাদে দু'জন।
পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী নুর উল হক কোয়াদরি জানিয়েছেন, করোনা মোকাবেলায় হজ যাত্রা স্থগিত করার পাশাপাশি সব মসজিদে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন