রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নে ভবদিয়া গ্রামে করোনাভাইরাস নিয়ে তর্কে দুই গ্রুপের সংঘর্ষে লাবলু মোল্যা (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লাবলু মোল্য রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিযনের ভবদিয়া গ্রামের মৃত অখেল উদ্দীনের ছেলে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফ উজ জামান বলেন, করোনাভাইরাস নিয়ে ৩দিন পূর্বে (বুধবার) স্থানীয় খালেক ফকির গ্রুপের সাথে লাবলু মোল্যার ভাই মান্নানের কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে আগামী ২৭ মার্চ বরাট ইউনিয়নের চেয়ারম্যানের শালিস করে মীমাংসা করার কথা ছিল।
আজ সকালে বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে জোনার দোকানে লাবলু মোল্যা চা পান করতে আসলে খালেক ফকিরের সাথে পুনরায় কথা কাটাকাটি হয়। এসময় কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় লাবলু মোল্যা।
রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় লাবলু মোল্যাকে হাসপাতালে আনলে ৮টার দিকে তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, এ ঘটনায় খালেক ফকির গ্রুপের ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা