কভিড-১৯ করোনাভাইরাসে থাইল্যান্ডে শুক্রবার একদিনে রেকর্ডসংখ্যক ৮৯ জন আক্রান্ত হয়েছে। মহামারী এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর যা থাইল্যান্ডের জন্য একটি উদ্বেগজনক পরিসংখ্যান।
থাইল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছেন। থাইল্যান্ডে মোট আক্রান্ত হয়েছেন ৪১১ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ২ লাখ ৭২ হাজার আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৩১০ জনের।
বিডি প্রতিদিন/ফারজানা