করোনাভাইরাসের কারণে বাংলাদেশ লকডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। শনিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে এ পরামর্শ দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।
আজ দুপুরে বাংলাদেশ প্রতিদিনকে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে পর্যালোচনা সভা করেছি। এসময় তারা তাদের মতামত দিয়েছেন। লকডাউন কিংবা পারসিয়াল লকডাউন অথবা জরুরি অবস্থা অন্যন্য দেশে কাযর্কর হয়েছে। এটা খুব ইফেকটিভ হয়েছে। তাই বাংলাদেশের জন্য তারা এ মতামত দিয়েছে। সরকারের সবোচ্চ পর্যায়ে আমরা তাদের এ মতামত তুলে ধরবো।