গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন আরও ৭৮ জনসহ মোট ৪১৯ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্যবিভাগ হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ-খবরসহ পরামর্শ দিয়ে যাচ্ছে।
অন্যদিকে করোনারোধে সাধারণ মানুষকে সচেতনতার জন্য জেলা প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠন প্রচার-প্রচারণা পাশাপাশি হ্যান্ডওয়াশ, সাবান বিতরণ করছে।
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের ১৪ দিন পর্যন্ত কোনো লক্ষণ ছাড়াই কোয়ারেন্টাইনে থাকতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ৬ জনকে সুস্থতার ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, করোনা প্রতিরোধে ইতিমধ্যে কয়েকটি উপজেলার চায়ের দোকান ও খাবার হোটেলসহ জনসমাগম এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সচেতনতার জন্য লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন