বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যায় ১৩ জনের মৃত্যু
- গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক' হামাস
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৫ জুলাই)
- খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
রাজশাহীতে বিদেশফেরত ৯৭৮ জনকে খুঁজছে প্রশাসন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যে গত তিন সপ্তাহে রাজশাহী এসেছেন এক হাজার ৩৪৪ জন। ১ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে রাজশাহী এসব প্রবাসীদের মধ্যে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্রা ৩৬৬ জন। তবে হদিস নেই ৯৭৮ জন প্রবাসীর। তারা কোথায় কিভাবে থেকেছেন বা চলাফেরা করেছেন এ নিয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের খোঁজ খবর নিয়ে কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক।
তিনি বলেন, ১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৩৬৬ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়। বর্তমানে হোম কোয়ারেন্টিানে আছেন ২৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ১৩৫ জনকে হোম কোয়ারেন্টিানে নেওয়া হয়। বর্তমানে যারা কোয়ারেন্টিনে আছেন তাদের বাড়ি চিহ্নিত করে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৭ জনকে।
ডা. এনামুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত বিদেশফেরত রাজশাহী এসেছেন এক হাজার ৩০৮ জন। বাকি ৩৬ জন এসেছে ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত। বিদেশ ফেরত যারা কোয়ারেন্টিনে ছিলেন না তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোন দেশ থেকে কবে এসেছেন এবং শারীরিক অবস্থা দেখে হোম কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।
তিনি জানান, সোমবার পুঠিয়ায় এক ব্যাংক কর্মকর্তাকে খুজে বের করে তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত ১৯ মার্চ তিনি ভারত থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি হোম কোয়ারেন্টিনে না থেকে নিয়মিত অফিস করছিলেন। এর আগে গত রবিবার রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যানকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। তিনি দুই সপ্তাহ কানাডা থেকে গত ১১ মার্চ দেশে ফিরে স্বাভাবিকভাবে চলাফেরা ও অফিস করেন।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর