গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিং করেন।
সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। তবে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স (৬৫), পুরুষ। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গ্রামের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে তাকে ঢাকা আনা হয়েছিলো। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন