মহামারী করোনার ভয়াল তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন প্রতিটি দেশের চিকিৎসক ও নার্সরা। সেবা দিতে গিয়ে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। মৃত্যুও হয়েছে অনেক ডাক্তার-নার্সের। তবে করোনাভাইরাস প্রতিরোধমূলক সেবা সারাবিশ্বের মধ্যে প্রথমে পাচ্ছেন অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবাকর্মীরা।
আগামী ১০ দিনের মধ্যে সরকারিভাবে অনুমোদন দেওয়া হতে পারে সে দেশে। তারপর অন্তত ২২৫০ জন ডাক্তার এবং নার্স চার মাসের জন্য পরীক্ষামূলকভাবে সেই ওষুধ সেবন করবেন। তাদের মধ্যে অর্ধেককে ২০০এমজি হাইড্রোঅক্সিক্লোরোকুইন প্রতিদিন খাওয়ানো হবে। বাকিদের দেওয়া হবে প্লাসবো (স্যালাইন এবং সুগার নিয়ন্ত্রণের ওষুধ)।
বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস প্রতিরোধী যেসব ওষুধ ৭০ বছর ধরে বিশ্বজুড়ে ব্যবহার হচ্ছে, করোনাভাইরাস ঠেকাতে সেসবই কাজ করতে পারে। অস্ট্রেলিয়ার ওয়াল্টার অ্যান্ড এলিজা হল ইন্সটিটিউটের প্রধান ডগ হিল্টন বলেন, যদি আমরা সফল হই, তাহলে বিশ্ববাসীর সহায়তায় ভ্যাকসিন আবিষ্কারের পথ অনেকটাই মসৃণ হবে।
বিডি-প্রতিদিন/শফিক