পঞ্চগড়ে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে ৫ উপজেলার বিভিন্ন দোকান-পাট বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল থেকে শহর ফাঁকা হয়ে গেছে। লোকজনের চলাচল কমে গেছে। দোকানপাট বন্ধ হয়ে গেছে। যানবাহন চলাচলও বন্ধ । তবে শুধু ওষুধের দোকান, খাদ্য সামগ্রী, কনফেকশনারী দোকান খোলা রয়েছে। তবে কাজ কমে যাওয়ায় বিপদে পড়েছে খেটে খাওয়া মানুষ। তারা চায় সরকার তাদের দিকে লক্ষ্য রাখুক।
গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত আরও ১৮ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে ৩’শ ২১ জনের। বর্তমানে ৩৬৮ জন হোম কোয়ারেন্টেইনে রয়েছে। জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে করোনা আক্রান্ত সন্দেহে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আইসোলশনে রাখা এক ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানা গেছে। আইসোলশনে থাকা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে । সন্দেহজনক আক্রান্ত ওই ব্যক্তি মাদারিপুর থেকে ভায়রার বাসায় বেড়াতে এসেছিলেন। জানা গেছে, ওই ব্যক্তি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কোয়েরাইয়া গ্রামের। গত ২০ মার্চ তিনি পঞ্চগড়ে আসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার